রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ২২ সদস্য আটক

0
201
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’ নামে দুই কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আটজন পুলিশের তালিকাভুক্ত অপরাধী (আসামি) রয়েছে।
রোববার দিবাগত রাতভর গোপনে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করা হয়।
আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’ নামে দুটি কিশোর গ্যাং আইন বিরোধি নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। আটক ২২ জনের মধ্যে পুলিশের তালিকাভুক্ত আটজনের নাম পাওয়া গেছে। আটজন হলো- জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি, নাঈম, মানিক ও মীম। এদের কারও কারও বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here