

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামে মোল্লাবাড়ি আর হুদাবক্স চেয়ারম্যান বাড়ির আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের টেটার আঘাতে আজহার মিয়া (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে ২জন। নরসিংদীর রায়পুরা উপজেলা গৌরিপুর দক্ষিণপাড়া গ্রামে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। দুই গ্রুপের সংঘর্ষে এলাকায় ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিকেলে দেড়টায় এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ভাতিজা মুছা মিয়া জানান, মোল্লাবাড়ী,হুদাবক্স বাড়ী চেয়ারম্যান সমর্থক লোকমান হোসেন,বিল্লাল হোসেন ,কানা মাসুদ,শাহীন মোল্লা,আলমাছ মোল্লার নেতৃত্বে পুর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে টেটার আঘাতে আজহার মিয়া (৪৫)কে মেরে ফেলেছেন আরো ২জন গুরুত্বর আহত।
তিনি বলেন, আমার চাচার হত্যা কারীদের তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় নিহতের লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে।
