রেলপথ মন্ত্রী চকবাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শন

0
299
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন আজ পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ডের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, এ রকম ভয়ানক দুর্ঘটনায় সারা দেশবাসীর মত সরকারের মন্ত্রী হিসাবে তিনিও অত্যন্ত মর্মাহত,শোকাহত। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন, পাশাপাশি শোকবহুল পরিবারের প্রতি সমবেদনা জানান। মন্ত্রী বলেন, এ সংকটকালে সরকার ক্ষতিগ্রস্থদের পাশে আছে। সরকারিভাবে নিহত ও আহতদের সাহায্য করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে সবকিছু তদারকি করছেন।
সাংবাদিকদের সামনে রেল মন্ত্রী বলেন, স্বরাষ্ট মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তদন্তের মাধ্যমে দর্ঘটনার সঠিক কারন জানা যাবে। ভবিষ্যতে যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে।
রেলপথ মন্ত্রী পরে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে আহতদের দেখতে যান। আহতদের বিষয়ে খোজ নেন এবং তাদের কয়েকজনের সাথে কথা বলেন। রেলপথ মন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডাঃ সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here