

লালপুর (নাটোর) প্রতিনিধি: ‘সতর্ক ব্যবহার, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য ঝুকি হ্রাস, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বালাইনাশক বিক্রয় নির্দেশনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মেহেদী জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় । প্রায় ৩ শতাধিক খুচরা ও পাইকারি বালাইনাশক বিক্রেতাদের বালাইনাশক ব্যবসায় সচেতনতামূলক প্রয়োজনীয় আইন কানুন বিষয়ে নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।






