
ডেইলি গাজীপুর প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদেরকে একদিন স্মরণ নয়; বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী জিকির একদিন নয়, সারা বছর প্রয়োজন। আর এই প্রয়োজনের কথা ভেবে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। একই সাথে তাদের স্মৃুতিকে সংরক্ষণ ও লালন করতে হবে।
১৪ ডিসেম্বর বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘বিজয় বাংলাদেশ বিজয় নতুনধারা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচীর চর্তুদশ দিনে শহীদ বুদ্ধিজীবীকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা ও দোয়ানুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম মেম্বার লায়ন ডা. রাশেদা বেগম। বক্তব্য রাখেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন, সাইদুজ্জামান রওশন, প্রভাষক শিরীন সুলতানা, অহনা চৌধুরী, চিত্রনায়ক আরবাজ হাবিব, এনামুল হক রোজ, শাহ মো. হাবিবুল বাশার, আনোয়ারা খান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকাল ৯ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নতুনধারার রাজনীতিকগণ।






