শাপলা বিলে নৌকা ডুবে প্রাণ গেল দুই বন্ধুর

0
58
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করেছে।
শুক্রবার সকালে কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে মো. মাহিন (১৬) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজীদ।
জানা যায়, শুক্রবার ভোরে মামুন, মাহিন, বায়েজীদসহ পাঁচ বন্ধু কাপাসিয়ার পাঁচুয়া বিলে শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হন। একটি নৌকা ভাড়া করে ছবি তোলার জন্য বিলের মাঝখানে যান তারা। ছবি তোলার একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। এতে মাঝি ও পাঁচ বন্ধুসহ সবাই পানিতে তলিয়ে যায়। মাঝিসহ তিনজন কোনোরকম সাঁতরে পাড়ে উঠলেও বায়েজীদের মৃত্যু হয়। আর মাহিনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে বিলের কাছে গিয়ে শুনতে পান দুজন পানিতে তলিয়ে গেছেন। পরে পানি থেকে তাদের উদ্ধার করা হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ ও দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মাঝিসহ তিনজন সাঁতার কেটে পাড়ে উঠে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, মাহিন নামে একজনকে মৃত আনা হয়েছিল।
কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here