
দ্বীন মোহাম্মদ মুন্না: শাহরাস্তিতে “চলো যাই যুদ্ধে- মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানে সামাজিক সংগঠন “সুহৃদ সমাজ”র উদ্যোগে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উত্তর পাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। প্রধান আলোচক ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেল।
সংগঠনের প্রধান নির্বাহী সাংবাদিক হাসানুজ্জামানের সভাপতিত্বে ও ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জহিরুল আলম মানিক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এম এ মান্নান মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান মজুমদার, উপজেলা কৃষকলীগ সভাপতি একেএম জসিম উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এইচ এম বদিউজ্জামান, মুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ পাটোওয়ারী প্রমুখ।
