সকল দপ্তরে জয় বাংলা স্লোগানে প্রথম কর্মসূচি ঘোষণা করা হোক ……. মোঃ দুলাল মিয়া

0
203
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ১২ ডিসেম্বর মিরপুর ৭নং জিলপাড়, বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বীরমুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডরের নেতৃত্বে কম্বল বিতরণ শেষে বাসা ৭২৬, রোড-৪ সংগঠনের স্থানীয় কার্যালয়ে বিজয় দিবস উদযাপন বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ দুলাল মিয়া। তিনি বলেন, ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে সংগঠনের কর্মীরা সব সময় কাজ করে আসছে। অসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজয় উৎসবে আমাদের দাবি বাংলাদেশের সকল দপ্তরে জয় বাংলা স্লোগানে প্রথম কর্মসূচি ঘোষণা করা হোক। যা মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, সাইফুল কাদের বাবু, মোঃ আবু সাঈদ মন্ডল, সালমা আক্তার, নাসরিন বেগম, মরিয়মের নেছা, নাছির মিয়া ও নাজমা বেগম প্রমুখ। সংগঠনের সদ্য প্রয়াত পরিচালক এস এম হাবিবুল্লাহ হাবিব এর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here