সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হকের সহধর্মীনির ইন্তেকাল

0
151
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা উত্তর সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হকের সহধর্মীনি আকতার বেগম (৭২) দীর্ঘদিন অসুস্থ থেকে মঙ্গলবার রাত ৯টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।আজ বুধবার মরহুমার প্রথম নামাজে জানাজা সকাল ১১টায় টঙ্গী বিশ্ব ইজতেমা ১নং গেইটে এবং দ্বিতীয় নামাজে জানাজা গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
নামাজে জানাজা শেষে গাজীপুরা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি মেয়র আলহাজ¦ মো: জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: উসমান আলী, উপদেষ্টা আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here