সিঙ্গাইরে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

0
174
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ওসমান স্টোরের মালিককে দুই হাজার টাকা ও চারিগ্রাম বাজারে ইম ট্রেডার্সের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এর আগে সকালে উপজেলার জয়মন্টপ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় রঞ্জিত মাংসের দোকানের মালিককে তিন হাজার টাকা ও বিসমিল্লাহ বয়লার হাউসের মালিককে তিন হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
এছাড়া উপজেলার চান্দহর বাজারে মিষ্টি প্রস্তুতে নিষিদ্ধ রং মেশানের দায়ে বৃষ্টি মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here