সিরাজগঞ্জ বেলকুচিতে লটারির নামে চলছে জুয়া

0
224
728×90 Banner

আবির হোসাইন শাহীন, প্রতিবেদক : সিরাজগঞ্জ বেলকুচিতে লটারির নামে চলছে জুয়া প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী নানান আয়োজন করা হয়েছে। প্রতিদিনের জন্য থাকছে লটারির নানান লোভনীয় অফার। আর এসব লোভনীয় অফারে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।প্রতিদিন প্রায় ২৫-৩০ লক্ষ টাকার টিকিট বিক্রি করলেও নাম মাত্র পুরস্কার তুলে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক প্রতারক চক্র। প্রশাসনের নাকের ডগায় চলছে লটারির নামে জুয়া। যেন
দেখার কেউ নেই । অসহায় ও নিম্ন – মধ্যবৃও খেটে খাওয়া মানুষ গুলো সারাদিন শ্রম দিয়ে আয় তা সব টিকিটের পেছনে চলে যায়।অনেকে সুদের টাকা তুলে লটারির টিকেট কিনে নিঃস্ব হয়ে হারাচ্ছে সর্বস। অনেকে আবার খাবারের চাল বিক্রি করে টিকিট কিনছে। শিক্ষার্থীরাও বাড়ি থেকে টাকা এনে টিকিট কাটছে। মোটরসাইকেল পাওয়ার আশায় রাত জেগে বসে থাকছে কিন্তু ফিরছে খালি হাতে। শিশু ও নারীরাও এই জুয়ায় আসক্ত হয়ে পরেছে। অশান্তি বেড়েই চলেছে প্রায় প্রতিটা পরিবারে। রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের মুখ বন্ধ । একটি সংঘবদ্ধ চক্র কোটি কোটি টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে । আর ফকির হচ্ছে স্থানীয় লোকজন । কয়েকদিন পরে বেড়ে যাবে ছিনতাই, চুরি ডাকাতি। অথচ আমাদের মুখ বন্ধ দেখেও না দেখার ভান করছি। অপরদিকে সর্বশান্ত হচ্ছে বেলকুচির আপামর জনসাধারণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here