স্কুল এন্ড কলেজে মজিদ মোল্লা ফাউন্ডেশনের নির্মিত ভবন উদ্বোধন

0
126
728×90 Banner

হলধর দাস, নরসিংদী : নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের কলেজ শাখায় মজিদ মোল্লা ফাউন্ডেশন কর্তৃক নির্মিত নান্দনিক ও আধুনিক স্থাপত্যের নিদর্শন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার(৫/৩/২০২২) বিকেলে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের এমডি বরেণ্য শিল্পোদ্যোক্তা শিক্ষাবন্ধু আবদুল কাদির মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রক্তন ছাত্র নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ আমির হোসেন ও নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী।
আমন্থ্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অপিসার গৌতম চন্দ্র মিত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবি সন্তান ফারজানা নজরুল।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ নূর হোসেন ভূঞা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here