১১ এপ্রিল মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’

0
195
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: মোদীর বায়োপিকের মুক্তির আরও একটি তারিখ সামনে এল। ওই চলচ্চিত্রের নির্মাতাদের পক্ষ থেকে জানানো হল আগামি ১১ এপ্রিল মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’। যদিও ওই তারিখেই সিনেমাটি রিলিজ করবে কি না, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।
কারণ, লোকসভা নির্বাচন চলাকালীন মোদীর বায়োপিক রিলিজ আটকাতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলা করেছেন কংগ্রেসের মুখপাত্র আমান পানওয়ার। আগামি সোমবার ওই মামলার শুনানি।
গত বরের শেষের দিকে মোদীর বায়োপিকের খবরটি সামনে আসে। তারপর জানা যায়, মোদীর ভ‚মিকায় দেখা যাবে বিবেক ওবেরয়কে। এরপর সময় যত এগিয়েছে, ততই প্রধানমন্ত্রীর বায়োপিক নিয়ে আলোচনা বেড়েছে। সংবাদ মাধ্যমের দৃষ্টি আরও বেশি করে পড়েছে বিবেক ওবেরয়ের উপর।
স¤প্রতি ওই সিনেমার মুক্তি নিয়ে বিতর্ক হয়েছে। লোকসভা নির্বাচনের সময় মোদীর বায়োপিক মুক্তি পেলে তা আচরণবিধি লঙ্ঘন হবে বলে অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা।প্রথমে জানা গিয়েছিল চলতি মাসের ১২ এপ্রিল তারিখ মুক্তি পাবে মোদীর বায়োপিক। পরে সেই দিন এগিয়ে ৫ এপ্রিল করা হয়। কিন্তু বৃহস্পতিবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় মোদীর বায়োপিকের মুক্তি পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে কবে তা হবে, তা জানানো হয়নি।
তারপর পরিচালক উমঙ্গ কুমারের এই সিনেমার মুক্তির দিন জানা গেল। ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফা। সেই দিনই ওই মোদীর বায়োপিকের মুক্তি হবে বলে জানানো হয়েছে।
এদিকে শুক্রবারই বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে যে গুজরাটে নির্বাচনী প্রচারের স্টার ক্যাম্পেইনার হিসেবে থাকবেন বিবেক ওবেরয়। ফলে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here