“৪র্থ মার্সেল জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯”এর উদ্বোধন

0
220
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় আজ ২৫ এপ্রিল ২০১৯ সকাল ১১:১৫ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে “৪র্থ মার্সেল জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯” এর উদ্বোধন হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (হেড অব গেমস এন্ড স্পোর্টস, ওয়ালটন গ্রুপ) ইকবাল বিন আনোয়ার ডন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রতিযোগিতা কমিটির সম্পাদক মোঃ সেলিম মিয়া বাবু সহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগন।
উদ্বোধনী খেলার ফলাফল :
উদ্বোধনী খেলাটি গোপালগঞ্জ জেলা বনাম জামালপুর জেলা ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ২১-১৬ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১২-০৫ গোলে এগিয়ে ছিল।
এছাড়া আজ নিম্নবর্ণিত খেলাগুলো অনুষ্ঠিত হয় :
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ৩১-২৩ গোলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ০৮-০৭ গোলে এগিয়ে ছিল।
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ২৫-০৩ গোলে নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-০১ গোলে এগিয়ে ছিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩৭-২৭ গোলে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-১৩ গোলে এগিয়ে ছিল।
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৯-১৫ গোলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৪-০৭ গোলে এগিয়ে ছিল।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ২৬-১২ গোলে নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৪-০৫ গোলে এগিয়ে ছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here