গাজীপুরের গাছায় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

0
139
728×90 Banner
ডেইলি গাজীপুর প্রতিবেদক  প্রতিবেদক : জিএমপি’র গাছা থানার অভিযানে চাপাতি ও  চাকুসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার।
আজ রোববার গাছা থানার এসআই (নিঃ) নাদির উজ জামানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  মালেকের বাড়ী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহনের উদ্দেশ্য সমবেত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে
১. আব্দুল মালেক ওরফে মাসুদ (৩৫), পিতা-আশরাফ আলী, মাতা-মালেকা বেগম, সাং- কুয়ারচালা, থানা- কালিয়াকৈর, জেলা -গাজীপুর এ/পি- দত্তপাড়া, হোসেন মার্কেট (মাস্টার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ২. মো. মেহেদী হাসান আকাশ (২০), পিতা-মো. আলমগীর হোসেন ওরফে ফরহাদ, মাতা-মজিরন আক্তার মীম, সাং- দত্তপুরী দড়িতেঘরি, থানা- নকলা, জেলা -শেরপুর, এ/পি দত্তপাড়া হোসেন মার্কেট (মাস্টার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর ৩.  মো. শফিকুল ইসলাম ওরফে ফয়সাল (৩০), পিতা-কালাম ভান্ডারী, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং- ইটাহাটা, পশ্চিমপাড়া, থানা- বাসন, গাজীপুর মহানগর, গাজীপুরদের  ০১ টি স্টীলের ধারালো চাপাতি, ০১  টি স্টীলের ধারালো সুইচ গিয়ার চাকু,০১ টি স্টীলের ধারালো চাকুসহ  গ্রেফতার করা হয়।এ সময়  অজ্ঞাতনামা আরোও ৬/৭ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
১.বাসন থানার মামলা নং-২০(০৭)২০২০ খ্রি., ধারা- ৩৭৯ পেনাল কোড, ২. বাসন থানার মামলা নং-০৩(০৮)২০২১ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,৩.বাসন থানার মামলা নং- ১৭(০২)২০২২ খ্রি., ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৪.বাসন থানার মামলা নং- ২১(১০)২০২১ খ্রি., ধারা- ৩৭৯ পেনাল কোড ৫. গাছা থানার মামলা নং- ১৩(০১)২০২২ খ্রি., ধারা- ৩৯৪ষ পেনাল কোড, ৬.বাসন থানার মামলা নং- ৩৫(০৫)২০১৯ খ্রি., ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৭.টঙ্গী পশ্চিম থানার মামলা নং- ১৪(০৮)২০২২ খ্রি., ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড ও ৮.সদর থানার মামলা নং- ২৩(০৯)২০২১ খ্রি., ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ৮(খ) মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে ।
এ ঘটনায়  গাছা থানায়  মামলা রুজু  হয়েছে।
পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।
Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here