ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাসায় কাজ করার সুযোগে মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় অজ্ঞান চক্রের সক্রিয় সদস্য আমেনা। উক্ত মহিলা টঙ্গীতে বাড়ীর সবাইকে অজ্ঞান করে ৩২ ভরি স্বর্ণ ও নগদ সাত লাখ টাকাসহ কিশোরগঞ্জ,ময়মনসিংহ এলাকায় পালিয়ে যায় আমেনা। র্যাব-১ গাজীপুর বৃহস্পতিবার রাতে উক্ত চক্রকে আটক করে।
জানাযায়,বৃহস্পতিবার রাতে র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার মামলা নং-৩৪, তারিখ ১৩/০৭/২০১৯খ্রিঃ ধারা-৩৮১ পেনাল কোড, অজ্ঞান পাটি কর্তৃক নগদ ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা এবং প্রায় ৩২(বত্রিশ) ভরি স্বর্ণালংকার লুটিয়ে নেওয়ার অপরাধ মামলার এজাহার নামীয় পলাতক আসামীরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন সিদলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপরোক্ত মামলার পলাতক আসামী ১। মোসাঃ আমেনা বেগম(৩৫), স¦ামী-মৃত আলী হোসেন, থানা কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ পারভেজ মিয়া(২৮), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-সিদলারপাড়, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে বিভিন্ন ধরনের প্রায় ১৩(তের) ভরি, স্বর্ণালংকার, নগদ ৭০০/-(সাতশত) টাকা এবং ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।