
মো: বশির আলম : গাজীপুরের টঙ্গীর মোক্তারবাড়ী রোড জামতলা গোল্ডেন লাইফ স্কুলের সামনে প্রকাশ্যে জনসম্মুখে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ৪/৫জনের একদল সন্ত্রাসী পুলিশের সোর্স আল আমিনকে ধাওয়া করে এলোপাথারী ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে দুই হাতের রগ কেটে ফেলে। ঘটনাস্থলে লোকজন ভীর করলে সন্ত্রাসীরা ভয়ভীতি প্রদর্শন করে দ্রæত স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আহতকে উদ্ধার করে হোসেন মার্কেট ইম্প্রেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়। ঢামেক নেয়ার পথে আহত আল আমিনের মৃত্যু হয়। পরবর্তীতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্তে রজন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এই ঘটনায় নিহত আল আমিনের ছোট ভাই মো: রুবেল বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় এজাহার দায়ের করেন। উক্ত এজাহারে অভিযুক্তরা হলেন (১) সবুজ (২) সুলতানা বেগম (৩) হাবিবুর রহমান। নিহত আল আমিনের ভাই রুবেল হোসেন প্রাণের বাংলাদেশকে জানান, আমার ভাই মাদকের সাথে জড়িত ছিল। এই কারণে পরিবারের অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আল আমিন পুলিশের সোর্স এর কাজ করতো। মাদক ব্যবসায়ীদের ক্ষতির কারণ হিসেবে এই খুন হতে পারে বলে ধারনা করছেন। এজাহার প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক এস আই বিল্লাল হোসেন প্রতিবেদককে জানান, কিছুদিন পূর্বে একটি মোবাইল নিয়ে দ্ব›দ্ব হয়েছিল বলে জানা গেছে। বাকী বিষয় তদন্তপূর্বক হত্যাকান্ডের প্রকৃত রহস্য জানা যাবে।
সরেজমিনে আরো খোঁজ খবর নিয়ে জানা যায়, নিহত আল আমিন এবং এজাহার নামীয় অভিযুক্ত সুলতানা বেগম এর সাথে বিগত ১/১১/২০১৯ইং তারিখ একজনকে আটক রেখে টাকা ও মোবাইল সংক্রান্ত বিষয় থানার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক এসআই এমদাদ আল আমিনকে গ্রেফতার করে এবং সুলতানা বেগমের ছেলেকে উপস্থিত করানোর জন্য ৫৪নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসে বসে। সুলতানার ছেলের কাছ থেকে দুই হাজার টাকা উদ্ধার করে দেয়। ওই দিন সুলতানা বেগম সকলের উপস্থিতিতে আল আমিনকে বলেন, তুই পুলিশের সোর্স তোকে দেখার আছে, এই বলে হুমকি প্রদান করেন। তাহলে কি কারণে এই খুন। আইনপ্রয়োগকারী সংস্থা চুলছেড়া বিশ্লেষণ করে দুষিদের আইনের আওতায় এনে বিচার কার্যক্রমকে দ্রæত সহযোগিতা করবে বলে ভোক্তভোগী পরিবারের দাবী। নিহত আল আমিন কুমিল্লা জেলার বাঙ্গারা থানার কবিতীর্থ গ্রামের সরু মিয়ার ছেলে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান।
