

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মহৎকাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, যৌতুক আমাদের সমাজে একটি ব্যাধী, এই ব্যাধী থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বর্তমান যে ৪০ জন ছেলে যৌতুক ছাড়াই এতিম মেয়েদের বিয়ে করেছেন, এটি সারাদেশের একটি দৃষ্টান্ত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তাদের স্বাবলম্বী করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্প নিয়েছেন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর শিশু নিকেতন এ পর্যন্ত সাড়ে ৩ শতাধিক এতিম মেয়েকে বিয়ে দিয়েছে।
গত ২৭ মে ২০২২ শুক্রবার দিনাজপুর শহরের গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে দিনাজপুর লায়ন্স ক্লাব, শিশু নিকেতন এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৪০ জন নিবাসী মেয়েদের বিবাহোত্তর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
আলোকসজ্জা, গেট, স্টেজ, ভিডিও, ব্যান্ডপাটি কোনো কিছুরই কমতি ছিল না দিনাজপুর শহরের গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটিকে সাজানো হয়েছিল রংবেরং বেলুন ও ফুল দিয়ে। শুক্রবার দুপুরে একই সাথে ৪০ জন পিতামাতাহীন এতিম মেয়েকে বিয়ের অনুষ্ঠানে স্বামীর হাতে তুলে দেওয়া হলো। দিনাজপুর লায়ন্স ক্লাবের অধীনে শিশু নিকেতনের নিবাসী এতিম মেয়েদের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করে দিনাজপুর লায়ন্স ক্লাব ও দিনাজপুর শিশু নিকেতন। অনুষ্ঠানের মাধ্যমে এতিম কন্যাদেরকে তুলে দেওয়া হলো স্বামীদের হাতে। সাজসজ্জার পাশাপাশি বরযাত্রীসহ আমন্ত্রিত প্রায় ১ হাজার ২০০ জন অতিথির মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন চৌধুরী শামীম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, শিশু নিকেতনের সভাপতি এবং লায়ন্স জোন চেয়ারম্যান (ক্লাবস) লায়ন মোজাফফর আলী মিলন প্রমুখ।
বিবাহ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ২ এর রিজিয়ন চেয়ারপারসন – হেডকোয়ার্টার্স এবং দিনাজপুর লায়ন্স ক্লাবের ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ। এ ছাড়াও ঢাকা, বগুড়া, রংপুর, সৈয়দপুর, পার্বতিপুর লায়ন্স ক্লাবের লায়ন্স নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলার বিভিন্ন কর্মকর্তা ও গন্যমান্য অতিথিবৃন্দ এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দিনাজপুর লায়ন্স ক্লাবের পরিচালনায় দিনাজপুর শিশু নিকেতনটি (বালিকা এতিমখানা) অবস্হিত। এখানে বর্তমানে ১০১ জন এতিম শিশু কন্যার লোখাপড়া, খাওয়াদাওয়া, কাপড়চোপড় ও চিকিৎসার পাশাপাশি তাদেরকে হাতের কাজ, সেলাই এবং কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে। এদের মধ্যে ৪০ জন এতিম কন্যার গত শুক্রবার ধুধধাম ও উৎসব মুখর পরিবেশে বিয়ে দেওয়া হলো। ৪০ জন পাত্র ছিলেন দিনাজপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলার। পাত্ররা কেউ ব্যবসায়ী, কেউ গার্মেন্টস চাকুরীজীবী, কেউ কৃষিকাজ, আবার কেউ ওয়ার্কসপের দোকানে কাজ করেন। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামের আব্দুর রাজ্জাকের টেইলরিংয়ের দোকান রয়েছে। বিনা যৌতুকে শিশু নিকেতনের এতিম কন্যা লিজা আক্তারকে বিয়ে করেছেন রাজ্জাক। তিনি বললেন আজকে আমার মতো ৪০ জন ভাই যৌতুক না নিয়ে এতিম মেয়েদের বিয়ে করে উদাহারণ সৃষ্টি করেছেন। আমরা যেন সুখী হতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই। নতুন জীবন ও ঠিকানা পেয়ে খুশি দিনাজপুর রাজবাড়ি এলাকার ধানচাল ব্যবসায়ী তহিনুর ইসলামের নববিবাহিতা এতিম কন্যা হুমায়ারা উম্মুল। হামজাপুর গ্রামের ছেলে মোঃ রবিউল ইসলামের বাবা রায়হানুল ইসলাম বললেন, যৌতুক ছাড়াই আমার ছেলেকে বিয়ে দিয়েছি। আমি চাই সব অভিভাবক এই কাজটি করুক। আয়োজক শিশু নিকেতনের সভাপতি লায়ন মোজাফর আলী মিলন তার স্বাগত বক্তব্যে বলেন, এই শিশু নিকেতন থেকে প্রতিবছর মেয়েদের বিয়ে দেওয়া হয়। এবার এক সঙ্গে ৪০ জন এতিম মেয়েকে বিয়ে দেওয়া হলো। সাইকেল, সেলাই মেশিনসহ সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিষপত্র তাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
