
ডেইলি গাজীপুর প্রতিবেদক: দোহারের পদ্মা পারে মিনি কক্সবাজার ক্ষ্যাত ঐতিহ্য বাহী মৈনট ঘাটে ” মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সোসাইটি “- এসডিপি র আয়োজনে শুক্রবার বিকেল ৫ টায় ” বন্যা – দুর্যোগে আমরা প্রস্তুত ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত। সোসাইটি র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাছির উদ্দিন পল্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তি যোদ্ধা জালাল উদ্দিন খান,কমরেড আব্দুল বারেক, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন ( নবাবগঞ্জ উপজেলা) । বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাদল চুকদার, রাজীব শরীফ, মিলন খান। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আক্কাস আলি -সভাপতি এসডিপি নবাবগঞ্জ থানা, সাংবাদিক সেখ সোহেল রানা সাঃসম্পাদক দোহার থানা, সামছুল হক যুগ্ন সম্পাদক সদর দপ্তর এসডিপি, রাসেদ খন্দকার সহ সাংগঠনিক সম্পাদক, কাশেম বেপার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সহ আছলাম, সোনা মিয়া, রাছেল মোল্লা, রিফাত শাওন, কুদ্দুস দেওয়ান, মামুন খান, কাশেম মেম্বার, মিলন মিয়া সহ আরো অসংখ্য শ্রেণী পেশার মানুষ।
উপস্থিত সকলে এই বলে ওয়াদা করেন যে – হঠাৎ আকস্মিক বন্যা বা যেকোনো দুর্যোগে আমরা থাকবো অসহায় মানুষের পাশে পাশে। এসডিপি একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন -যেটি সমাজের মাদক সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে প্রশাসনিক সহায়তায় কাজ করে যাচ্ছে বিনা লাভে নিরলসভাবে। অন্যান্য সামাজিক কল্যাণ কর কাজেও অনেক ভূমিকা রাখছে। পদ্মা পাড়ের স্থায়ী বাধ নির্মাণের জন্য নিয়মিত সংশ্লিষ্ট মহলকে অবহিত করে মাঠে কাজ করে যাচ্ছে। সেভ দোহার এমন শ্লোগান নিয়ে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে এসডিপি -।
আলোচনা শেষে একটি রেলি করা হয়, রেলি শেষে মৈনট ঘাটের অন্যতম ঐতিহ্যবাহি হোটেল রুপালী তে সকল এসডিপি কর্মী, আগত অতিথি ও মিডিয়া ব্যক্তিত্ব দের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।






