নড়াইলে সাবেক এমপি শহীদ এখলাছ উদ্দীন বিশ্বাস ও পুত্র টুনুর শাহাদৎ বার্ষিকী পালিত

0
186
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ এখলাছ উদ্দীন বিশ্বাস ও তার পুত্র এহসানুল হক টুনুর ৩৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসবের মধ্যে ছিল বেন্দারচর শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়ার মাহফিল ও স্মরণসভা। বিকেলে কালিয়া শহরে স্মরণ সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলার চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌরমেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান জুলফিকার আলী প্রম‚খ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলে­খ্য, নড়াইল-১ আসনের বর্তমান এমপি কবিরুল হক মুক্তির বাবা প্রয়াত নেতা এখলাস উদ্দিন বিশ্বাস। ১৯৮৪ সালের ১১ জুন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এখলাছ উদ্দীন বিশ্বাস ও তার পুত্র এহসানুল হক টুনুকে তৎকালীন বিএনপি ও জাতীয় পার্টির সন্ত্রাসীরা তাদের হত্যা করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here