১০৩ টাকায় পুলিশের চাকরি’ দালাল থেকে সাবধান: নড়াইল পুলিশ সুপার

0
157
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেছেন। পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। জমিজমা বিক্রি সুদে করতে হবে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। এর মধ্যে ১০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ৩ টাকার ফরম কিনলেই হবে। আজ একান্ত সাক্ষাৎকারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এসব কথা বলেন। কনস্টেবল পদে লোক নিয়োগ করা উপলক্ষে এই সাক্ষাৎকার প্রদান করেন তিনি। আগামী ২৯ জুন নড়াইল পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। নিয়োগের সময় অনেকে প্রতারণার শিকার হন। তাঁরা পুলিশের চাকরির জন্য জমিজমা ও গরু-বাছুর বিক্রি করেন। চাকরির জন্য দালাল ধরেন। চাকরির জন্য দালালের বিষয়ে সাবধান করেন পুলিশ সুপার। পুলিশ সুপার বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে দালালেরা আপনাদের জোর করলে তাদের পরিণতি হবে ডাকাত ও মাদক ব্যবসায়ীদের মতো। আপনারা এসব বিষয়ে পুলিশকে খবর দেবেন।’ এ সময় পুলিশ সুপার সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘১০৩ টাকায় পুলিশে লোক নিয়োগের এই বার্তা আপনারা নড়াইল জেলার অন্যান্য এলাকায় পৌঁছে দেবেন। সরকারি বিধিবিধান অনুযায়ী লাইনে দাঁড়াবেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি পাওয়া যাবে।’ উল্লেখ্য, পুলিশ কনস্টেবল পদে নড়াইল জেলায় ১০ জন লোক নিয়োগ করা হবে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের প্রথম ও প্রধান কর্তব্যই হচ্ছে জনগণের সেবা করা। এজন্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় রাখা হয়। একজন চাকুরি প্রার্থীর শারীরিক যোগ্যতা ঠিক থাকা সত্তে¡ও তার যদি পুলিশে চাকুরি না হয় তাহলে অনেকে চিন্তা করেন পুলিশে টাকা ছাড়া চাকুরি হয় না। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। কারণ শুধুমাত্র শারীরিক যোগ্যতা দিয়েই পুলিশে চাকুরি পাওয়া সম্ভব নয়। তার মেধা, বুদ্ধি, জ্ঞান, কর্মদক্ষতার মাপকাঠিতে তাকে পুলিশে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here