নড়াইলে দালাল থেকে দূরে থাকতে পুলিশের মাইকিং প্রচারণা

0
158
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে আগামী ২৯ জুন পুলিশ কনস্টেবলে নিয়োগ পরীক্ষা হবে। আর এ লক্ষে দালাল চক্র সক্রিয় হয়ে উঠতে পারে এমন চিন্তা থেকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) ব্যক্তিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দালালদের দৌরাত্ম থেকে দূরে থাকার জন্য নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং প্রচারণা শুনতে পাওয়া যায়। প্রচারণাতে বলা হয়, যোগ্যতা থাকলে মাত্র ১০৩ টাকায় পুলিশের চাকুরি পাওয়া সম্ভব। ১০০ টাকা ব্যাংক ড্রাফট ও ৩ টাকা মূল্যের ফরমই যোগ্য প্রার্থীদের চাকুরি পাওয়ার জন্য যথেষ্ট। এক্ষেত্রে অন্য কোনো অর্থের প্রয়োজন নেই। কেউ যদি চাকুরির প্রলোভন দেখিয়ে কারো নিকট কোনো প্রকার অর্থ দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি নড়াইল জেলা পুলিশকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, প্রতিবারই পুলিশ নিয়োগের সময় দেখা যায় সংঘবদ্ধ দালালচক্র চাকুরির প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে থাকে। মানুষকে এ ব্যাপারে সচেতন করার জন্য এ প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here