পুলিশ পরিবারের মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন উত্তরা বিভাগের ডিসি

0
89
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : পুলিশ কনস্টেবল পিতার সংসারে জন্ম ও বেড়ে উঠা মারিয়া আক্তার রিনির, সংসারে আর্থিক টানাপোড়নের ভিতর দিয়েই চালিয়ে গেছেন নিজের পড়াশোনা।
বাবা মায়ের প্রেরনায় কঠোর অধ্যবসায়ের রিনি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে ভর্তি হয়েছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে।
মেডিকেল শিক্ষার্থী রিনির গর্বিত পিতা মোঃ হুমায়ুন কবির কনস্টেবল পদে চাকুরি করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে, বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের দক্ষিনখান থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত আছেন।
কৃতি শিক্ষার্থীর কৃতিত্বের খবর শুনে যারপরনাই খুশি হয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম,পিপিএম মহোদয়।
২৪ জানুয়ারী ২০২১ নিজ অফিসে মাবিয়া আক্তারকে অনুপ্রেরণাস্বরূপ নগদ অর্থ প্রদান করেন মোঃ শহিদুলাহ, এ সময় সেখানে উপস্থিত ছিলেন রিনির গর্বিত মা-বাবা।
এর আগে তাকে ফুল দিয়ে অভিনন্দিত করেন এবং মিষ্টিমুখ করান উত্তরা বিভাগের কর্নধার শিক্ষাবান্ধব এ পুলিশ কর্মকর্তা।
পাশাপাশি তাকে অধ্যবসায়ের মাধ্যমে ডাক্তারি পাশ করে ভবিষ্যতে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান মোঃ শহিদুল্লাহ।
আবেগাপ্লুত পুলিশ কনস্টেবল মোঃ হুমায়ুন কবির সপত্নীক গভীর কৃতজ্ঞতা জানালেন উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহর প্রতি, পুলিশ বিভাগের প্রতি।
উত্তরা বিভাগের দক্ষিনখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ হাফিজুর রহমান, উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এবং এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব তাপস কুমার দাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here