
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আগামী শনিবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২ বৎসর কারাবরণ দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গণ সমাবেশ উপলক্ষ্যে আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটে লিফলেট বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০২০ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক, গুলশান থানা বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলামসহ শুলশান থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে লিফলেট বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক এফ. ইসলাম চন্দন, মোঃ রেজাউল কবির, সোহেলী পারভিন শিখাসহ উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাফরুল থানা কাজীপাড়া বাসষ্ট্যান্ডে লিফলেট বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। কাফরুল থানা বিএনপির সভাপতি আক্তার হোসেন জিল্লু, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসান উল্লাহ চৌধুরী হাসান, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুল ইসলামসহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বনানী কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আব্দুল আলীম নকী, বনানী থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান বাচ্চুসহ থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদপুরে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক সহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সেলিমুজ্জামান সেলিম, মোহাম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল হাফিজ সহ মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মোহাম্মদপুরের শ্যামলীতে লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এ সময় মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরপুরে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও মিরপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আব্দুল। মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা মার্র্কেটে লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর, শাহআলী, দারুস সালাম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাড্ডায় সুবাস্তু টাওয়ার মার্কেটের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক। এ সময় বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিল, খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তেজগাঁও থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান মোসাব্বির। এসময় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






