রংপুরে কলেজছাত্রীর বস্তাবন্দী লাশ

0
167
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামের বদরুজ্জামানের মেয়ে রুমাইয়া আক্তার রুমি (২০)।রোববার (১৬ ফেব্র“য়ারি) সকালে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।রুমাইয়া আক্তার রুমি দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।স্থানীয়রা জানান, সকালে বস্তাবন্দী অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহের সঙ্গে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
বদরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কলেজছাত্রী রুমাইয়া আক্তার রুমি শনিবার (১৫ ফেব্র“য়ারি) সকালে রংপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার (১৬ ফেব্র“য়ারি) সকালে রংপুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here