

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাননীয় সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া’রসাথে গত শুক্রবার সম্মিলিত সাংস্কুতিক জোট, টংগী’র নবগঠিত কার্যনির্বাহ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও টংগীতে স্বধীনতার সুবর্ণজয়ন্তী পালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী এর নবনির্বাচিত সভাপতি এড. শওকত আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিক এ সময় এমপি মহোদয়কে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে জোট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নিজাম উদ্দীন, আলহাজ্ব এম এ মালেক, মুস্তফা কামাল বাদল, নাজিম আহমেদ, এইচ এম ফারুক, শাহজাহান শোভন, উজ্জল লস্কর, আজিজ টিপু, মশিউর রহমান, জেবুন্নেছা জামান চুমকি, মেহেরুনন্নেছা সীমা,অমল কৃষ্ণ রায়, হাবিবুর রহমান, এস এ জাকির, রায়হান রিপন ও নোয়াব আলী লেবু।
