
মোঃ বায়েজীদ হোসেন : সম্প্রতি মুক্তমঞ্চ নিয়ে সংবাদপত্রে চাঁদাবাজ ও হকারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় চাঁদাবাজ চক্রের সদস্যরা সংবাদপত্র কর্মীদের বিরুদ্ধে মামলায় জড়ানো এবং হুমকিসহ ষড়যন্ত্র চালাচ্ছে চক্রটি। গাজীপুর শহরের ঐতিহাসিক ১৯শে মার্চ মুক্তমঞ্চের সামনের জায়গা দীর্ঘদিন যাবত চাঁদাবাজদের দখলে। সেখানে ভ্যান বাজারসহ বিভিন্ন দোকান বসিয়ে সেলিম ওরফে মেম্বর ও মাসুদ ওরফে ভ্যান মাসুদসহ তাদের দোষররা মোটা অংকের টাকা তুলে ম্যানেজ করে ভ্যান বাজার বসিয়েছে বলে তথ্য রয়েছে। মহান স্বাধীনতার স্মৃতি বিজরিত ১৯শে মার্চ মুক্তমঞ্চটি মুক্ত রাখার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজ।






