১ ফেব্রুয়ারির মেয়র নির্বাচন ধানের শীষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন———তাবিথ আউয়াল

0
231
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : আগামী ১ ফেব্রুয়ারির ঢাকা সিটির মেয়র নির্বাচন ধানের শীষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আসন্ন মেয়র নির্বাচন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ দিন। এদিন টিকে আমাদের ধানের শীষের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার এলাকায় নির্বাচনী জনসংযোগ শুরু করার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, প্রচারণার আর বাকি মাত্র পাঁচদিন। ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, আমি যদি মেয়র হতে পারি তাহলে আগামী দিনে ঢাকাবাসির উন্নয়নে কাজ করবো। তাই আমাকে আপনারা ধানের শীষে ভোট দিন।
ইসির প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ইশরাকের প্রচারণার হামলাকারীদের শাস্তির আওতায় আনুন। নির্বাচনের পরিবেশ তৈরি করুন।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার এলাকায় নির্বাচনী জনসংযোগকালে তাবিথ আউয়াল ধানের শীষের পক্ষে ভোটারদের হাত ধরে ভোট দেওয়ার আহবান জানান। এসময় তিনি লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে বিএনপি এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, ডিএনসিসি ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফতাব উদ্দিন জসিম, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here