অদলীয় রাজনীতি আজকের সময়ের দাবি

0
149
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক:২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে শাহবাগস্থ পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে মুক্তরাজনৈতিক আন্দোলনের উদ্যোগে ‘কেন অদলীয় রাজনীতি’ এই বইটির উপরে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন সাবেক সাংসদ ও অদলীয় রাজনৈতিক মঞ্চের আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবির হিরু, পেশাজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ম রশিদ আহমেদ, জাদস রাজনীতির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শরিফ মোঃ খান, স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের শিক্ষক ড. মেজাবিন রহমান। মুক্ত রাজনৈতিক আন্দোলনের পক্ষ থেকে কেন অদলীয় রাজনীতি বইটি পাঠ করে শুনান ইয়াসমিন সুলতানা ইতি, মোঃ সোহাগ ও ইলিজা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি স্বরূপ হাসান শাহীন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন হোসেন।
বক্তারা বলেন অদলীয় রাজনীতি একটি নতুন ধারণা। দলীয় ও অদলীয় উভয় মিলেই দেশ চালাতে হবে। সিরাজুল আলম খান এর ১৪ দফা এ অদলীয় রাজনীতিকে স্পষ্ট করে। জনগণকে আহ্বান জানানো হয় অদলীয় রাজনীতিকে সমৃদ্ধ ও বেগবান করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here