অন্তিম শয়নে উ-পঞ্ঞাযস মহাথেরো : বিভিন্ন মহলের শোক প্রকাশ

0
99
728×90 Banner

রাঙামাটি জেলা প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া বৈদ্যপাড়া নিবাসী প্রয়াত আনন্দ মোহন বড়ুয়া ও প্রয়াতা অতিকা বড়ুয়ার বড়পুত্র সমাজ সেবক মুকুল বড়ুয়ার বড় ভাই,বৈদ্যপাড়া গ্রামের কৃতি সন্তান, দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা, প্রয়াত উ পঞ্ঞাজোত মহাথেরো (উচিলা ভান্তে)’র শিষ্য রাঙামাটি পার্বত্য জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়ার সোনাইছড়ি সর্বমঙ্গল ধাতু জাদীর প্রতিষ্ঠাতা বিনয়শীল সাংঘিক ব্যাক্তিত্ব পরম শ্রদ্ধেয় উ-পঞ্ঞাযস মহাথেরো মহোদয় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ৯ আগস্ট সোমবার রাত ৯টা ১০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলের শ্রদ্ধাভাজন উ-পঞ্ঞাযস মহাথেরো আর নেই ।
আজ মঙ্গলবার ১০ আগস্ট সকাল ১০টায় সর্বমঙ্গল ধাতু জাদী সংলগ্ন শ্মশানে উ-পঞ্ঞাযস মহাথেরো মহোদয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন ভান্তের সেবক সাবেক মেম্বার বেনুবনের সুমেধু বড়ুয়া।
সোনাইছড়ি সর্বমঙ্গল ধাতু জাদীর প্রতিষ্ঠাতা উ-পঞ্ঞাযস মহাথেরো মহোদয়ের মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা সাইফুল হক।
সোনাইছড়ি সর্বমঙ্গল ধাতু জাদীর প্রতিষ্ঠাতা উ-পঞ্ঞাযস মহাথেরো মহোদয়ের মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ ও পারলৌকিক সদগতির উদ্দেশ্যে পুণ্যদান করেছেন রাঙামাটি রাজবন বিহারের জ্ঞানপ্রিয় মহাথেরো, ধর্মবংশ মহাথেরো, তপোবন অরন্য কুটির (বালুখালী,মরিচ্যেবিল) বনবিহারের বিহার অধ্যক্ষ জিনপ্রিয় মহাথেরো, মুহানন্দ সংঘরাজ বিহারের আবাসিক ভিক্ষু সুমনোপ্রিয় মাহাথেরো, রাঙামাটি বৌদ্ধংকুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ করুনা পাল ভিক্ষু।
এছাড়া উ-পঞ্ঞাযস মহাথেরো মহোদয়ের মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাসেম, সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি করুনা মোহন চাকমা।
উ-পঞ্ঞাযস মহাথেরো মহোদয়ের পারলৌকিক সদগতির উদ্দেশ্যে পুণ্যদান করেন। #

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here