অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছোঁড়া নারী গ্রেফতার

0
169
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা ২৫ বছরের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিউ সাউথ ওয়ালেস রাজ্য পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে নিউ সাউথ ওয়েলসের আলবুরি শহরে কাউন্ট্রি উইম্যান অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে অংশ নেন অসি প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের একপর্যায়ে পেছনের দিক দিয়ে এসে মরিসনের মাথার ডিম ভাঙার চেষ্টা করে এক নারী। তবে মরিসনের মাথায় সেটি না ভাঙলেও ওই নারীকে গ্রেফতার করা হয়। স্কট মরিসন ডিম ছুড়ে মারার ঘটনাকে কাপুরুষোচিত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। আলবুরি শহরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক স্কট রাসেল। তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে যা ঘটেছে তার সঙ্গে জড়িত একজন নারী আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্তকাজ চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছুড়ে মারা ডিমটি মরিসনের মাথায় লাগে। তবে তা ভাঙেনি। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার পর বর্ণবাদী মন্তব্যকারী এক রাজনীতিবিদের মাথায় ডিম ছুড়ে ভাইরাল হয় ১৭ বছরের এক অসি তরুণ। ওই ঘটনায় দুনিয়াজুড়ে ‘ডিম বালক’ হিসেব খ্যাতি পায় সে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here