আওলিয়ায়েকেরামের আদর্শই পারে ছাত্র-যুবসমাজকে মুক্তি দিতে

0
168
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের উপদেষ্টা ও দেশের র্শীষস্থানীয় আলেমেদ্বীন, ওস্তাজুল ওলামা, নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী (মু.জি.আ) কে বোয়ালখালী চরণদ্বীপ বাসভবনে ২০ জুলাই সকালে দেখতে যান আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়ার চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। আল্লামা ইদ্রিস রজভী কয়েকবছর যাবৎ অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ সময় আল্লামা নূরী বলেন, এদেশে ইসলাম এসেছে আওলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে। নৈতিকতা চর্চা বিকল্প নেই। মানব জীবনের অন্যতম মহৎগুন হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্র-যুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্টতম স্থানে পৌছে দিতে পারে। প্রকৃত আউলিয়েকেরাম ও হক্কানী আলেমগণ সেই পথেই আজীবন কাজ করে থাকেন। তাই আজকের সমাজ থেকে বিদ্যমন হিংসা-বিদ্ধেষ, খুন রাহাজানী থেকে মুক্তি পেথে রাসুল (দ.) ও আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আল্লামা ইদ্রিস রেজভীর বড় সাহেবজাদা মাওলানা আতাউল মোস্তফা, আন্জুমানে রজভীয়া নূরীয়ার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুফাস্সির আল্লামা ইউনুচ রেজভী, মাওলানা আসলাম রেযা, মুহাম্মদ আইয়্যুব, মুহাম্মদ জাহেদ প্রমুখ। শেষে হুজুরের সুস্থতা কামনায় আল্লামা নূরী বিশেষভাবে মুনাজাত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here