আজ মহান স্বাধীনতা দিবস

0
121
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: আজ ২৬ মার্চ শুক্রবার ,মহান স্বাধীনতা দিবস। আজ বাংলাদেশের জন্মদিনের ৫০ বছর পূর্তি। আজকের দিনটি একটি ঐতিহাসিক ও মহিমান্বিত। আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। স্বাভাবিকভাবেই আজকে উৎসবে মেতে উঠবে বাঙালি। রাষ্ট্রীয়ভাবেও রয়েছে হাজারো উৎসব আয়োজনের। দেশি-বিদেশি অতিথিরা এসেছেন এ উৎসবে সামিল হতে। এবারের উৎসব উদযাপনে আরও বেশি আয়োজন ছিল। কেননা, এ বছরের ১৭ মার্চ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উৎসবের সমাপনী। যা নিয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বাঙালির প্রতিটি ঘরে ঘরে লেগে যায় উৎসবের ধুম। যদিও করোনা পরিস্থিতির কারণে বিগত বছরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন কাটছাট করা হয়েছিল। তার মাঝেও প্রায় ৭০ হাজার গৃহহীন মানুষ পেয়েছেন এক টুকরো জমির সাথে পাকা ঘর। যা তাদের আপন ঠিকানা। এখনো চলমান রয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকীর নানা কর্মকান্ড। বাঙালির হাতে আজ উন্নয়নের দলিল। আজ অনন্য উচ্চতায় বাংলাদেশ। কাজেই বাঙালি মেতে উঠবে উৎসবে এটাই স্বাভাবিক! যদিও করোনাভাইরাসের করাল গ্রাসে মহা আতঙ্কে গোটা বিশ্ব। তারপরও যতোটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনেই আজ হচ্ছে বাংলাদেশের জন্মদিনের সুবর্ণজয়ন্তীর উৎসব।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই মিলেছে উন্নয়নশীল দেশের সম্মান। স্বপ্নের পদ্মা সেতু খুলে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
আগামী স্বাধীনতা দিবসের আগেই এটি খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু বৃদ্ধি, বই বিতরণ, এমনকী, ভয়াল করোনার টিকা অনেক উন্নত দেশ পাওয়ার আগেই বাংলাদেশে আমদানি এবং বিনামূল্যে প্রায় ৪০ লাখ নাগরিককে তা প্রদান করা হয়েছে। এমন হাজারো সফলতার খতিয়ান বিশ্বের বুকে বাংলাদেশের মান-মর্যাদা অনেক অনেক ওপরে তুলেছে। যা সম্ভব হয়েছে বাংলাদেশের স্থপতি জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে। বাংলাদেশের ৫০ বছর বয়সে অনেক হতাশা রয়েছে। তবে সে হিসেবে সফলতার থলি পূর্ণ করতে নিরন্তর ছুটে চলেছেন সফল প্রধানমন্ত্রী।
১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালো রাতে রক্ত পিপাসু হায়েনার দল যে রক্ত গঙ্গা বইয়েছিল, যে গণহত্যা তারা শুরু করেছিল, তার জবাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিতে ভুল কিংবা দেরি করেননি।
২৫ মার্চের মধ্যরাতে, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আজ সেই দিন। আজ বাংলাদেশের জন্মদিনের ৫০ বছর পূর্তি।
আশার কথা হলো, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই সাথে দেশকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে নিরলস কাজ করে চলেছে দেশ প্রেমিক সরকার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুত
গতিতে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। জাতি সমৃদ্ধ অর্থনীতি দেখতে অধীর আগ্রহে অপেক্ষায়। ১৬ কোটি বাঙালি শুধু উন্নয়নই নয়, বঙ্গবন্ধুর বৈষম্যহীন-শোষণহীন স্বপ্নের সোনার বাংলা চায়।
তবে, এসব শপথের পাশাপাশি আজ ১৬ কোটি বাঙালিকে ভয়াল করোনাভাইরাস রুখতে শপথ নিতে হবে। এ সময় সরকারের নেয়া যাবতীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। একইসাথে বাংলাদেশের ৫০ বছরের সফলতাকে সামনে এনে দেশপ্রেমসমৃদ্ধ রাজনীতিতে বাংলাদেশকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা সুবর্ণজয়ন্তীর উৎসবে আসা সকলের।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here