আদালতে না এসে হাজির থাকবেন অভিনেত্রী নওশাবা

0
276
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: আদালতে না এসে আইনজীবীর মাধ্যেমে হাজিরা প্রদান করার অনুমতি পেয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা। গতকাল বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন। একই সাথে এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামি ২৮ মে দিন ধার্য করেছেন। ফেসবুক লাইভে এসে গুজব সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জানান, গত ধার্য তারিখে নওশাবা আইনজীবীর মাধ্যেমে হাজিরা দেওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট জিগাতলায় আন্দোলনকারীদের সঙ্গে অন্যপক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে সেসময় ফেসবুক লাইভে আসেন নওশাবা। ফেসবুক লাইভে তিনি জানান, জিগাতলায় চারজনকে মেরে ফেলা হয়েছে, একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জিগাতলায় এরকম কোনো ঘটনা ঘটেনি। গুজব সৃষ্টির অভিযোগে ২০১৮ সালের ৪ আগস্ট রাতে উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব। আটক করার পরদিন তাকে তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় নওশাবাকে জামিনে মুক্তি দেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here