আবাহনীর জয়, মোহামেডানের হার

0
213
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: প্রিমিয়ার লিগে দিনের তিন ম্যাচের মধ্যে সেরা চমকটি দেখিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে নবাগত দলটি। এদিকে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী সহজ জয়ে শীর্ষে ফিরেছে। অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ড্র করেছে শেখ জামাল ধানমÐি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ময়মনসিংহে সাইফ স্পোর্টিংকে ৩-১ গোলে হারায় আবাহনী লিমিটেড। আর নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ ব্যবধানে হারায় নোফেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু ডি-বক্সের মধ্যে বল পেয়ে শট নিতে দেরি করে সুযোগটা নষ্ট করেন মিডফিল্ডার কৌশিক বড়ুয়া।
প্রথমার্ধের শেষ দিকে সলোমন কিংয়ের কর্নারে কিরগিজস্তানের ফরোয়ার্ড দাভিদ ব্রæসের হেড সোজা মোহাম্মদ নেহালের গøাভসে জমে গেলে এগিয়ে যাওয়া হয়নি শেখ জামালের।
দ্বিতীয়ার্ধের ৩১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ব্রæসের শট জোরালো শট ক্রসবারে লেগে ফিরলে শেখ জামালের হতাশা আরও বাড়ে। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচটি।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভ‚ইয়া স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে রুবেল মিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে আবাহনীকে এগিয়ে নেন নাবীব নেওয়াজ জীবন। ২৮তম ও ৫৬তম মিনিটের গোলে স্কোরলাইন ৩-০ করেন সানডে চিজোবা। ৬৩তম মিনিটে সাইফের ব্যবধান কমানো একমাত্র গোল করেন দেনিস বলশেকভ।
১০ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ৮৩তম মিনিটে ইসমাইল বাঙ্গুরার পেনাল্টি গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ ব্যবধানে হারায় নবাগত দল নোফেল স্পোর্টিং।
নয় ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫। নয় ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া নোফেলের পয়েন্ট ৮।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here