
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ জাতীয় প্রেসক্লাবের সামনে জামুকা (রেজিষ্ট্রেশনপ্রাপ্ত) ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু। উক্ত কর্মসূচিতে সারাদেশ থেকে বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব শরিফ উদ্দিন, কমান্ডার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা মহিলা কমান্ডের আহ্বায়ক পারভীন রশিদ, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, মাইটিভির সিনিয়র রিপোর্টার মানিক লাল ঘোষ, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ মন্ডল রানা, শহীদ সন্তান ৭১’র সাধারণ সম্পাদক আল-আমিন মুক্তি ও সিনিয়র সহ-সভাপতি সাজেদা জামান রিনা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সালমান মাহমুদ জসিম, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক কাজল, সহ-সভাপতি শহীদ সন্তান হাফিজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জাহান, শাহিনুর করিম বাবু, সম্পাদকমন্ডলির সদস্য রুবিনা ইয়াসমিন অন্তরা, বেলাল আহমেদ, প্রচার সম্পাদক ইঞ্জিঃ শাহ পরান সিদ্দিকী (তারেক), ঢাকা মহানগরের সহ-সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন, শাহিন আহমেদ, জাহাঙ্গীর হোসেন মিলন, শরিয়তপুর জেলা সভাপতি শামিম আহমেদ (ভিপি শামিম), ঝিনাইদহ জেলা সভাপতি আসাদুজ্জামান, লক্ষীপুর জেলা সভাপতি শামিম আহমেদ, নারায়নগঞ্জ জেলা সভাপতি আল-আমিন প্রধান, জামালপুর জেলা সাংগঠনিক সম্পাদক জুয়েল, ফেনী জেলা সভাপতি মোরশেদ হায়দার মজুমদারসহ বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল বাহার মজুমদার টিপু বলেন দেশব্যাপী যে ধর্ষণ হচ্ছে তা শুধু আওয়ামী লীগের নেতারাই জড়িত নয়, ধর্ষণ করছে মসজিদের ইমাম, মোয়াজ্জেম, মন্দিরের সন্যাসী, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, ধর্ষণ করছে ছাত্র ইউনিয়নের নেতারা, ধর্ষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের নুরু গংরা। কিন্তু সব দোষ হচ্ছে আওয়ামী লীগের এবং তার অংগ সংগঠনের। যা একটা গভীর ষড়যন্ত্র বলেই আমি মনে করি। বাংলাদেশ সরকার সকল ধর্ষকের বিচারের ব্যবস্থা নিচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষক নুরু গংদের গ্রেফতারের দাবিও জানান।
শফিকুল বাহার মজুমদার আরো বলেন দেশে যে ধর্ষণ হচ্ছে এ বিষয়ে প্রধানমন্ত্রী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। কিন্তু তার পরেও এদেশে অরাজকতা সৃষ্টি করতে বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে। আন্দোলনের নামে প্রধানমন্ত্রী ছবি পোড়ানো, প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন রকমের কটুক্তি, স্লোগান এবং সরকার পতনে যারা দিবা স্বপ্ন দেখছে তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন দিবা স্বপ্ন দেখা বাদ দেন। যারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের লিপ্ত তাদের বিরুদ্ধে মাঠে আছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। দেশব্যাপী মুক্তিযোদ্ধা পরিবারের উপর নিপীড়ন-নির্যাতন হচ্ছে, বিভিন্ন অফিস আদালতে হয়রানি করা হচ্ছে, সরকারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার নামে হয়রানি করা হচ্ছে, বাশখালীর এমপি মোস্তাফিজুর রহমান এমপি কর্তৃক মুক্তিযোদ্ধাদের উপর হামলা, বীর মুক্তিযোদ্ধার সন্তান দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানম এর উপর হামলার তীব্র নিন্দা জানান এবং প্রত্যেকটি নিপীড়ন, নির্যাতন বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন শফিকুল বাহার মজুমদার টিপু।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বলেন দেশব্যাপী মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দেয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার দেশব্যাপী মুক্তিযোদ্ধার পরিবারের উপর নিপীড়ন-নির্যাতন, হয়রানি, জুলুম, জমি দখল, ঘরবাড়ী দখল বন্ধ এবং মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পুণর্বহাল করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের চাকুরীর ব্যবস্থা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করেন।






