আশুলিয়ায় ৪শ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0
71
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আশুলিয়ায় চার শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। শুক্রবার সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ পরিচালনার কাজে তিতাসের প্রায় পঞ্চাশ সদস্যের একদল শ্রমিক অংশ নেয়।
এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে ইউসুফ মার্কেট এলাকায় কয়েকজন অবৈধ গ্যাস সংযোগকারী প্রত্যেক বাসাবাড়ির ব্যক্তিদের কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে তিতাসের মূল সংযোগ থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। নিম্নমানের পাইপ হওয়ায় সেগুলো ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান পরিচালনা করে চার শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সঙ্গে কয়েকশ নিম্নমানের পাইপ ও বেশ কিছু রাইজার জব্দ করা হয়। এ ছাড়া এ সময় আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় ফুলকলি নামের এক রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ ও বিচ্ছিন্নকরণ করা হয়। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে এ সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে এ সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আবদুল মান্নান, আনিসুজ্জামান, সহব্যবস্থাপক সাকিব বিন আবদুল হান্নান, আল মামুন শেখসহ আরও অনেকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here