ইট ভাটার নারী শ্রমিকের গল্প নিয়ে নির্মিত হচ্ছে আর্টফিল্ম “লালবসত”

0
367
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: একঝাঁক থিয়েটার কর্মীদের নিয়ে নির্মিত হচ্ছে আর্টফিল্ম “লালবসত”। গত ৯ ও ১০মার্চ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঝাওয়াদী গ্রামের একটি ইটভাটায় এর সুটিং হয়েছে। পরিচালনায় ছিলেন আজিজ টিপু। বর্তমানে এটি সম্পাদনা টেবিলে আছে। ইটভাটার একজন নারী শ্রমিকের সংকট, প্রেম, ভালবাসা, বিচ্ছেদ নিয়ে এই গল্প। আর্টফিল্ম “লালবসত” গল্প ও চিত্রনাট্য করেছেন শাহজাহান শোভন অভিনয় করেছেন তামিমা তিথী, উজ্জল লস্কর, রায়হান রিপন, মুসাফির আতিক, রিয়াজ রাজ, মনিরুল ইসলাম রাজিব, তাছলিমা দৃষ্টি, সফিক তুহিন, পারভেজ, শ্রাবন, অপু, ইমরান, শিশু শিল্পী রাফিন প্রমুখ। চিত্রগ্রহন ও সম্পাদনা আব্দুল্লাহ আল মামুন সুজন। সহকারী পরিচালক শৈশব, শ্রাবন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here