ইব্রাহিম মেম্বারের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কাঙ্গালিভোজ

0
86
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু :জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ৯ নং ওয়ার্ড হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম গনি মেম্বার। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাবিব হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন (সভাপতি তুরাগ থানা আওয়ামী লীগ ),এমডি হালিম (সাধারণ সম্পাদক তুরাগ থানা আওয়ামী লীগ), মোহাম্মদ ফরিদ আহাম্মেদ (কাউন্সিলর ৫২ নং ওয়ার্ড ডিএনসিসি), সভাপতিত্ব করেন ইব্রাহিম গনি। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, শহীদ সিদ্দিকী কাক্কা,মতিউল ইসলাম মতি, মোঃ শফিকুল ইসলাম, মহানগর সদস্য ফযেজ আহাম্মেদ, দল প্রিয় নেত্রী শাহনাজ পারভিন মুক্তি সহ অনেক দলীয় নেতাকর্মী। শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা
নির্মম হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন উপস্থিত জনতার মাঝে। এমপি হাবিব হাসান তার বক্তব্যে বলেন আমি তৃণমূলের নেতা এই তৃণমূলদের নিয়েই আমার পথচলা। তিনি আরো বলেন এই ইব্রাহিম মেম্বার অতীতেও দলের দুঃসময়ে আমার পাশে থেকে কাজ করেছেন বর্তমানেও করে চলেছেন। ইব্রাহিম কোন হাইব্রিড নেতা নয়। মাননীয় প্রধানমন্ত্রী হাইব্রিডদের দূরে রেখে তৃণমূলদের কাছে টেনে নিয়েছেন। তার কাছে তৃণমূলের নেতা-কর্মীরা মূল্যায়িত। অন্যান্য বক্তারা আগামীতেও ঢাকা ১৮ আসনের কান্ডারী হিসেবে আলহাজ্ব হাবিব হাসানকেই দেখতে চান বলে বক্তব্য পেশ করেন। সর্বশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া শেষে এক কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here