একজন সফল চেয়ারম্যান- সাইফুল আলম বাবুল সরদার

0
97
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা । যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল । আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব যিনি অনেক বাঁধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি (চেয়ারম্যান) হিসেবে প্রতিষ্ঠিত । তিনি আর কেউ নন, তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ সাইফুল আলম বাবুল সরদার । তিনি এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন । তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আগামী নির্বাচনে অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে পুনরায় জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । জনাব সাইফুল আলম বাবুল সরদার তার প্রতিটি কাজে সফলও হয়েছেন । ইউনিয়নবাসিসহ সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন । চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি আজ দেশব্যাপী সর্বত্র সম্মানিত হচ্ছেন । তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন । তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয় । তিনি অনেক প্রবীণ । তার অভিজ্ঞতা রয়েছে অনেক। এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো । আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা । তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন । এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে । মহামারী কোভিড-১৯ করোনার কারনে যখন পুরো দেশে সরকার লকডাউন ঘোষণা করেন, তখন তিনি ঘরবন্দী ইউনিয়ন বাসীর জন্য নিজের জীবনের তোয়াক্কা না করে ছুটে গেছেন তাদের দুয়ারে । এলাকার কর্মহীন হয়ে পড়া অসচ্ছল মানুষের মাঝে সরকারের সহায়তার পাশাপাশি তার নিজের অর্থায়নে দিয়েছেন ব্যাপক ত্রান সহায়তা । আর এই ত্রান সহায়তা নিজে বহন করে দিতে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার কারনে তিনি ভাইরাল হন । ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় চেয়ারম্যান সাইফুল আলম বাবুল সরদার চাউলের বস্তা নিজেই মাথায় করে প্রায় ২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এক অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিচ্ছেন । আর এর সাথে ছিল আনুষঙ্গিক অন্যান্য সামগ্রী । এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন । তার সাথে ছিলারচর ইউনিয়ন বাসীরও ভাবমূর্তির উন্নয়ন হয়েছে । মাদারীপুর জেলা জুড়ে আলোকিত মুখ হিসেবে পরিচিত এ মানুষটি নিজের সাফল্যের কারণে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ভাবে প্রশংসিতও হয়েছেন এবং পেয়েছেন অসংখ্য পুরস্কার । অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবক জনাব সাইফুল আলম বাবুল সরদার । ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ । তাঁর মাঝে কোন অহংকার নেই । নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয় । তিনি কাজ করছেন এলাকার উন্নায়নে ও সাধারণ মানুষের কল্যাণের জন্য । বয়সে তরুন হলেও তিনি মনোবল হারাননি । এই সফল মানুষটি এলাকার প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান । এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন । এলাকার সাধারণ মানুষের মতে, আমাদের চেয়ারম্যান জনাব সাইফুল আলম বাবুল সরদার এক কথায় একজন ভাল মানুষ । তিনি একজন কর্মঠ ব্যক্তি । তিনি চেয়ারম্যান পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে । আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায় । একান্ত আলাপচারিতায় চেয়ারম্যান জনাব সাইফুল আলম বাবুল সরদার বলেন, আমি আমার প্রান প্রিয় ছিলারচর ইউনিয়ন বাসীর কল্যাণে যে কোন ঘাত প্রতিঘাত সয়ে যাব । কারন তারা যে আমাকে কতোটা ভাল বাসে আমি তা বলে বুঝাতে পারবনা । তাই আমার জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ছিলারচর ইউনিয়ন বাসীর জন্য কাজ করে যাব ইনশাল্লাহ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here