
ডেইলি গাজীপুর বিনোদন: প্রথমবারের মতো প্রীতম হাসানের সুর-সংগীতে গাইলেন কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ‘খোকা’ শিরোনামে এই গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠও দিয়েছেন প্রীতম। গতকালই গানটির ভিডিও গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির পরিকল্পনা এবং ভিডিও নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। প্রীতম হাসানের সঙ্গে ভাগাভাগি করে কথা লিখেছেনও তিনি। ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ ও প্রীতমের সঙ্গে মডেল হয়েছেন সাফা কবির। এ ছাড়াও একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন ড. এজাজ।
