এবার ঈদে টিভি নাটকে ভাগ বসাবে বিশ্বকাপ ক্রিকেট

0
186
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আয়োজন শুরু হচ্ছে আজ। এবারের আসরে ১০টি দেশ অংশ নেবে। থাকছে লাল সবুজের বাংলাদেশও। এরইমধ্যে চারি দিকে শুরু হয়েছে বিশ্বকাপের উত্তেজনা। বিশ্বকাপের এই সময়েই পবিত্র ঈদুল ফিতর। গেল ঈদুল ফিতরে দর্শক মেতেছিল বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায়, আর এবার মাতবে ক্রিকেট বিশ্বকাপে। ঈদুল ফিতরের এবারের উৎসবে টেলিভিশন অনুষ্ঠানমালায় ভাগ বসাবে বিশ্বকাপ ক্রিকেট। বিশেষ করে টিভি নাটক হারাবে দর্শক। কারণ দর্শকের চোখ বেশির ভাগ সময় থাকবে ক্রিকেটের দিকে। অর্থাৎ ঈদের নাটকে বিশ্বকাপের প্রভাব ভালোই পড়বে বলা যায়। ঈদের সময় সাধারণত সপ্তাহব্যাপী আয়োজন সাজানো হয় দেশীয় টিভি চ্যানেলগুলোতে। কেউ কেউ দশদিনেরও আয়োজন নিয়ে হাজির হয়। এই আয়োজনে সব টিভি চ্যানেল মিলিয়ে চার থেকে পাঁচশ নাটক-টেলিফিল্ম প্রচার হয়। বিশ্বকাপের কারণে এবার অনেক চ্যানেল সপ্তাহব্যাপী আয়োজন থেকেও সরে আসছে বলে জানা যায়। নাটক-টেলিছবির সংখ্যাও এবার এসব চ্যানেলে কম থাকছে বলে অনেক নির্মাতা জানিয়েছেন। বিজ্ঞাপনদাতারা ক্রিকেট বিশ্বকাপের সময়টাকে নাটক-টেলিছবির জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন। একই কারণে তারা বিজ্ঞাপনের মূল্য কমিয়ে দিয়েছেন। এতে করে নেতিবাচক প্রভাব পড়েছে টিভি চ্যানেলগুলোতে। জানা যায়, অনেক নির্মাতা লগ্নির টাকা ওঠাতে পারবেন না আশঙ্কা করে নাটক বিক্রি থেকে বিরত রয়েছেন। তারা আসছে কোরবানি ঈদের জন্য সেগুলো জমিয়ে রেখেছেন। বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পীই বলেছেন, ঈদ উৎসব আর বিশ্বকাপ এবার একসঙ্গে চলবে বলে চ্যানেল মালিকরা নাটকের প্রতি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। জনপ্রিয় অভিনেত্রী মম বলেন, টিভি নাটকে বিশ্বকাপের প্রভাব পড়বে এটি সত্যি। কিন্তু নাটক এখন শুধু টেলিভিশনের জন্য নির্মাণ হচ্ছেনা। টেলিভিশনের বাইরে ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মেও নাটক যাচ্ছে। যার কারণে বিশ্বকাপের প্রভাব নাটক নির্মাণের ওপর পড়ছে না। এবারের ঈদে আমার অর্ধেক নাটক থাকছে ইউটিউবে। নির্মাতারাও ইউটিউব চ্যানেলগুলোর প্রতি বেশ আগ্রহী। ঈদে বিশ্বকাপ ঝড় নাটক-টেলিছবির ওপর কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন জানতে চাইলে চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বলেন, আমাদের দেশের মানুষের ক্রিকেটের প্রতি অন্যরকম আগ্রহ রয়েছে। এরমধ্যে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সুতরাং এটির প্রতি সবার দৃষ্টি থাকবে। টিভি চ্যানেলগুলো এ ক্ষেত্রে দর্শক হারাবে। কিন্তু দর্শক ঠিকই নাটক দেখবে। সেটি চ্যানেলে দেখতে না পারলেও ইউটিউবে দেখে নেবে। কারণ নাটক দেখার ক্ষেত্রে দর্শক এখন টিভির চেয়ে ইউটিউবকে বেশি প্রাধান্য দেয়। ঈদে এবার প্রায় ২০টি ইউটিউব চ্যানেলে শতাধিক নাটক ও টেলিছবি আসবে। উল্লেখযোগ্য চ্যানেলগুলো হলো বঙ্গবুম, ডেডলাইন এন্টারটেইনমেন্ট, সিনেমাওয়ালা, সিডি চয়েস, ঈগলস, ধ্রব টিভি, সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট, সাউন্ডটেক, এফ-থ্রি, নাটক বক্স ইত্যাদি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here