এমজেসিবি’র অমর ২১ শে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠিত

0
353
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ(এমজেসিবি)ও আর্ন্তজাতিক মাতৃভাষা ও জাতীয় ভাষা শহীদ দিবস উপলক্ষে রাজধানী বাড্ডার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং ভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি বাদল চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত মেয়র ওসমান গণির পুত্র মো: মাসুম গণি (তাপস) । তিনি বলেন,আমরা বাঙ্গালি বাংলা ভাষায় আজীবন কথা বলতে চাই তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাষাকে জাতিসংঘের মাধ্যমে আর্ন্তজাতিক ভাষায় রুপান্তরিত করেছেন ।আমার বাবা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও তার কন্যার ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করে গেছেন । আমি বাবার মত স্বচ্ছ রাজনীতি করতে চাই । এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল সোনার বাংলা গড়ার একজন কর্মী হয়ে থাকতে চাই । ডিজিটাল ওয়ার্ড গড়ার জন্য সকলের সমর্থন চাই । আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রারজানা সুলতানা , সহ-সভাপতি আতিকুল ইসলাম ,নাসির উদ্দীন বুলবুল ,সোহেল রানা , যুগ্ন –সম্পাদক মনসুর আহমেদ , কার্যকারী সদস্য অমিতাভ রহমান , সৈয়দ আলাউদ্দিন , লিজা ,সফিকুল ইসলাম প্রমূখ । এসময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান, র্বমন , নার্গিস চৌধুরী ,নাহার আক্তার , এড:নুর হোসেন,মোতাহার শরীফ জয় , পলাশ ,জাবেদ ,শামস রহমান , খালেক খান ,জামাল,রিপন ,দেলোয়ার, বিজয় মল্লিক, ফজলে রাব্বী , বাদল দাস, শুভ প্রমুখ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here