ওরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু : ওদের প্রতিভাও ব্যতিক্রমধর্মী -সৈয়দা ফারহানা কাউনাইন

0
215
728×90 Banner

হলধর দাস : ‘মানুষ মানুষের জন্য’ এবং “সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই” এসব কথার বাস্তব চিত্র তুলে ধরলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুন্দর পরিবেশে সঠিক পরিচর্যায় গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় “দ্যুতিময় দুয়ার” প্রতিষ্ঠার স্থান নির্ধারণ করে তাতে সীমানা নির্ধারণ ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
গত ২২ এপ্রিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া মৌজায় প্রস্তাবিত নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় “দ্যুতিময় দুয়ার” এর অনুকুলে বরাদ্দকৃত নরসিংদী রেলওয়ে কলোনীর বানিয়াছল এলাকায় ৫০ শতাংশ ভূমির সীমানা নির্ধারণ ও ভূমির বৃত্তান্ত সম্বলিত ফলক স্থাপনের মাধ্যমে এ দৃষ্টান্ত স্থাপন করা হয়। সীমানা নির্ধারণ ও ফলক স্থাপনকালে জেলা প্রশাসকের পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও সদর এসিল্যান্ড মোঃ শাহ আলম মিয়া।
এপ্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মেঘে ঢাকা তারার আলোক আভায় উদ্ভাসিত দ্যুতিময় দুয়ারের মঙ্গলময় যাত্রার শুভসূচনা” করা হলো বিদ্যালয়টির স্থান নির্ধারণ করে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে।
তিনি বলেন, প্রতিবন্ধী বা অটিস্টিক নয়, ওরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওদের প্রতিভাও ব্যতিক্রমধর্মী। শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে সাধারণ শিশুর চেয়ে ওদের প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে ভিন্নধর্মী। এ সত্যের উপলদ্ধি নরসিংদী জেলায় তিন বছরের পথচলায় সৈয়দা ফারহানা কাউনাইন কে তারা প্রতিনিয়ত স্বপ্ন দেখিয়েছে । তাদের প্রতিভা তুলে ধরতেই এ পরিকল্পনা । পরিকল্পনা বাস্তবায়নেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি সমৃদ্ধ বিদ্যাপীঠ স্থাপন করা ; যেখানে তাঁদের পূর্ণাঙ্গ শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মেঘের আড়ালে লুকায়িত প্রতিভার অন্বেষণ এবং পরিচর্যার সকল সুব্যবস্থা থাকবে। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here