কওমী ছাত্ররা বিসিএস করে যেকোন জায়গায় যেতে পারবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

0
121
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘আগে কওমী মাদ্রাসার স্বীকৃতি ছিল না। কওমী মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা শেষে কোথায় যাবে তার নিশ্চিয়তা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিস শ্রেণিকে মাস্টার্স ডিগ্রীর সম্মান প্রদান করেছেন। এখন কওমী মাদ্রাসার ছাত্ররা মাস্টার্স সম্পন্ন করে বিসিএস করে যেকোন স্থানে যেতে পারবে।’
তিনি মঙ্গলবার গাজীপুর মহানগরের টঙ্গী ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আরিচপুরে হুজ্জত আলী মসজিদ ও মাদ্রাসার বহুতল ভবনের কাজের উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া মাহফিলে বক্তব্য এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘আমি সরকারি দান অনুদান যা পাই তার বেশির ভাগই মসজিদ-মাদ্রসার জন্য ব্যয় করি। এছাড়া টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের ব্যাপক উন্নয়ন করেছি। ইজতেমা ময়দানে আগে পর্যাপ্ত পানি ও টয়লেটের ব্যবস্থা ছিল না। এখন শতভাগ পানির নিরাপত্তা প্রদান করেছি। তিন তলা বিশিষ্ট ৩১টি টয়লেট ভবন নির্মাণ করে দিয়েছি। ইজতেমা ময়দানের সার্বিক উন্নয়নে ১১০ কোটি টাকার কাজ করেছি।’
তিনি আরো বলেন, ‘তাবলীগ জামাতের দুই পক্ষের বিরোধ ও করোনার কারণে মাঝে দুই বছর ইজতেমা বন্ধ ছিল। আমি তাবলীগ জামাতের সেই বিরোধ সমাধান করে দিয়েছি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আগে সরকারিভাবে মসজিদ নির্মাণের ট্রেডিশন ছিল না। প্রধানমন্ত্রী সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করে নজির স্থাপন করেছেন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মতিউর রহমান বিকম সহ এলাকার মুরব্বীরা। অনুষ্ঠানে মন্ত্রী নিজের জন্য ও নৌকার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here