কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ২৪ জন নিহত

0
198
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানায়। খবর এএফপি’র। মধ্য আফ্রিকার এ দেশের কাসাই প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা ইতোমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশির ভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ ট্রেনটি কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।’ ঘটনাস্থলে থাকা সূত্র জানায়, ট্রেনটি মালবাহী হওয়ায় যাত্রীদের অধিকাংশ এতে লুকিয়ে উঠে।
লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর ট্রেনটি লাইনচ্যূত হওয়ায় এর বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে নেয়া হয়েছে। জাতীয় রেল কোম্পানি এ ট্রেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here