কঠোর লকডাউনের পর খুলেছে গণপরিবহনসহ সব অফিস

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কঠোর লকডাউন শিথিলের প্রথম দিন খুলেছে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত সব অফিস।
বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনসহ চলছে সব ধরনের যানবাহন। গণপরিবহনে শতভাগ যাত্রী নেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়কে কোথাও কোথাও যানজটও হচ্ছে। ভোর থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাস চলাচল। খুলেছে বিপণীবিতান। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে খুবই কম।
১৯দিন কঠোর লকডাউনের পর রাত থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাস চলাচল। সরকারি নিয়ম অনুযায়ী আগের মতো প্রতি আসনে যাত্রী নেয়া হচ্ছে। গুণতে হচ্ছে না ৬০ শতাংশ বেশি ভাড়া।
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ঈদের পর আরেক দফা কঠোর লকডাউন দিয়েছিলো সরকার। বন্ধ হয়ে যায় গণপরিবহণ চলাচল।
তবে অর্থনৈতিক ও জীবিকার কথা বিবেচনায় ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে গণপরিবহণ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। লকডাউনের সময় শেষ হয় রাত ১২টায়। তবে তার আগেই কয়েকটি পরিবহণের দূরপাল্লার ঢাকা ছেড়ে যায়।
বাসের প্রতি আসনে যাত্রী পরিবহণ করা হচ্ছে। বর্ধিতহারে আর ভাড়া বেশি দিতে হচ্ছে না যাত্রীদের। তবে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি।রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যাওয়ার পাশাপাশি ঢাকাতেও আসতে শুরু করেছে দূরপাল্লার বাস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here