
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ শ্রমজীবি শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে ক্রোসলাইন ওভেন গার্মেন্টস’র অংগ প্রতিষ্ঠান কনফিডেন্স গার্মেন্টস ওয়াশিং প্ল্যান লিঃ এর শ্রমিকদের বে-আইনীভাবে চাকুরীচ্যুতি, জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর এবং সন্ত্রাসীদ্বারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক মানববন্ধন অনুষ্ঠিত।
মানববন্ধনে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমজীবি ফেডারেশনের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ রনি, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, কনফিডেন্স গার্মেন্টস এর শ্রমিক শারমিন আক্তার,মোঃ রাজু, ময়না, মনোয়ারা, মেঘলা, রাসেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তাগন বলেন ক্রোসলাইন ওভেন গার্মেন্টস’র অংগ প্রতিষ্ঠান কনফিডেন্স গার্মেন্টস ওয়াশিং প্ল্যান লিঃ প্রায় ৫ শতাধিক স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করে আসছে। কারখানা কর্তৃপক্ষ জি.এম মোঃ সাহাবুদ্দিন, এডমিন অফিসারসহ বেশ কিছুদিন যাবত কারখানায় কর্মরত শ্রমিকদের বে-আইনীভাবে চাকুরীচ্যুতি, জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর এবং সন্ত্রাসীদ্বারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং প্রতিদিন প্রায় ৫০/৬০ জন শ্রমিকের জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর রেখে এবং গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর’১৯ শতাধিক শ্রমিককে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে শুধু মাত্র চলতি মাসের বকেয়া বেতন পরিশোধ করে কারখানা থেকে দাড়োয়ান দিয়ে বের করে দেয় শ্রমিকরা এর প্রতিবাদ করলে কারখানা কর্তৃপক্ষ জি.এম মোঃ সাহাবুদ্দিন, এডমিন অফিসার এলাকা স্থানীয় সন্ত্রাসীদ্বারা এলাকা ছাড়ার হুমকি দেয়। যে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে দেশের উন্নয়নের চাঁকা ঘোরে সে শ্রমিকদের সাথে এ অনিয়ম, অত্যাচার, নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না। শ্রমিকরা তাদের শ্রমের মূল্য চায়। কোন মুনাফা চায় না। কনফিডেন্স গার্মেন্টস ওয়াশিং প্ল্যান লিঃ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্মরত শ্রমিকের সাথে যে অসদাচার করা হয়েছে তা বাংলাদেশের শ্রম আইনের পরিপন্থী ও মানবাধিকার লংঘনের আওতায়। আমরা অবিলম্বে সকল শ্রমিকদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৬ ধারা মোতাবেক পাওনা পরিশোধের দাবী জানাচ্ছি। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ জি.এম মোঃ সাহাবুদ্দিন, এডমিন অফিসারসহ দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করছি। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী তোপখানা রোড প্রদক্ষিণ করে পল্টন মোড় হয়ে ২৯ পুরানা পল্টনস্থ কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের সামনে গিয়ে সমাপ্ত হয়।
