করে্ানা বিজয়ী ফায়ার সার্ভিসের ১৯১ জন কর্মী সুস্থ্য হয়ে কাজে যোগদান করেছেন

0
112
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর ১৯১ জন করোনা আক্রান্ত কর্মী সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
এ পর্যন্ত ”দি লাইফ সেভিং ফোর্স” বাহিনীর মোট ২৩০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯)আক্রান্ত হয়েছেন।তার মধ্যে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৩৯জন।
আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার গনমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, আজ রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার মো: কামরুল হাসান গনমাধ্যমকে বলেন, করোনায় ভাইরাসে আক্রান্ত ২৩০জন। তার মধ্যে ১৯১ জন সুস্থ্য হয়ে কাজে ফিরেছেন। আর ৩৯জন ফাঢারকর্মী আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে ১৯১জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে জন রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here