করোনাতেও বরাদ্দ নেই, হামলা-মামলা আছে ——অনলাইন প্রেস ইউনিটি

0
267
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: অনলাইন প্রেস ইউনিটির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী চেয়ারম্যান এ্যাড. নূর নবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব বিনয় কুমার চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেছেন, এমন নির্মম মহামারি করোনাতেও সাংবাদিকদের জন্য কোন বরাদ্দ নেই, পিপিই তো দূরের কথা পেটে ভাত নেই, বেতন নেই বরং হামলা-মামলা আছে। জাতির পিতার দেশে সংবাদমাধ্যম যেখানে চতুর্থ স্তম্ভ বলে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে, সেখানে নির্মমতার সাথে তাদের দিন কাটছে, যা সত্যি লজ্জার-বেদনার। চাউল চোরদের সংবাদ করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন নিবেদিত সংবাদকর্মীরা। সারাদেশে সংবাদকর্মীদের জন্য অর্থ বরাদ্দ ও নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করলেও হামলা এবং ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলার শিকার হয়েছেন অনলাইন প্রেস ইউনিটি ঝালকাঠির আহবায়ক রিয়াজুল ইসলাম বাচ্চু। আর এই ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট বরেণ্য ব্যক্তিদের অবাধ সংবাদপ্রবাহর দেশ গড়ার চেষ্টা ব্যহত হয়েছে বলে অনলাইন প্রেস ইউনিটি মনে করে। দ্রুত মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচার না হলে সারাদেশে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করে কর্মসূচী দেয়া হবে। ১২ এপ্রিল প্রেরিত বিবৃতিতে তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ৭২ হাজার ৭৫০ কোটি টাকার বরাদ্দে সাংবাদিকদের জন্য কোন কথা না থাকায় আমরা ডেসপাসের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেছি। তাতে অনতিবিলম্বে অনলাইন প্রেস ইউনিটির কার্যকরী সদস্য ও জেলা ও উপজেলা কমিটিতে কর্মরত অন্তত ১১ জনকে অর্থ বরাদ্দ ও পিপিই প্রদানের অনুরোধ জানিয়েছি। অনলাইন প্রেস ইউনিটির পেইজে https://www.facebook.com/onlinepressunity/ সকল জেলা ও উপজেলা কমিটির সর্বশেষ আপডেট প্রদানের সাথে সাথে নতুন সদস্য হতে আগ্রহীদেরকে নাম+ঠিকানা+কর্মস্থলের নাম লিখে এসএমএস এবং বিশেষ প্রয়োজনে ০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে যোগাযোগের আহবান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here